Logo
Logo
×

খেলা

নারী ক্রিকেটারদের সঙ্গে অশালীন ব্যবহার, ক্ষমা চাইল বোর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০৪:৩৪ পিএম

নারী ক্রিকেটারদের সঙ্গে অশালীন ব্যবহার, ক্ষমা চাইল বোর্ড

ক্লাব ক্রিকেটে নারী ক্রিকেটারদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ উঠতেই প্রকাশ্যে ক্ষমা চাইলেন স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেড।

এক তদন্তকারী সংস্থার রিপোর্টে জানা যায়, ২০২২ সাল থেকেই নারী ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের উদ্দেশে যৌনগন্ধী মন্তব্য করা হতো। অশালীন ভাষা ব্যবহার করা হতো। 

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রুডি বলেন, ‘আমাদের ক্রিকেট বোর্ডে নারী খেলোয়াড়দের সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে বলে জানতে পেরেছি। নারীদের প্রতি এমন আচরণ খুবই অসম্মানজনক।’

তিনি আরও বলেন, ‘আমরা এ নিয়ে চিন্তিত। বেশ কিছু দিন ধরেই এমন ঘটছিল বলে জানা গিয়েছে। যাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে, তাদের প্রত্যেকের কাছে ক্ষমাপ্রার্থী। আগামী দিনে এমন ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থা করা হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম