Logo
Logo
×

খেলা

‘আপনারা জানেন না এমন কোনো তথ্য ওখানে নেই’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ০৯:১৪ পিএম

‘আপনারা জানেন না এমন কোনো তথ্য ওখানে নেই’

গত নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। মিডিয়ায় গুঞ্জন রটে সাকিব আল হাসান চায়নি বলেই বিশ্বকাপে নেওয়া হয়নি দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে। 

তামিমকে বিশ্বকাপ দলে না রাখায় অনেক নাটকীয়তার জন্ম নেয়। সাকিব-তামিম দুজনেই বিতর্কে জড়ান। বিশ্বকাপের আগে দেশের সেরা দুই তারকার মধ্যকার প্রকাশ্য দ্বন্ধের প্রভাব মাঠের ক্রিকেটেও পড়ে।

বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষ হওয়ার পর তিন সদস্যের কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তদন্ত কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন বিসিবিতে জমা দিয়েছে। সেই রিপোর্টে কী আছে তা নিয়ে চলছে গুঞ্জন। 

এব্যাপারে বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, কনক্লুসিভ মানে, উনারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেছেন। একটা কমিটি করা হয়েছিল, ওদের কাছ থেকে কথাবার্তা শুনে তাদের কিছু ফাইন্ডিংস, সাজেশন বা রিকমন্ডেশন দিয়েছে। ওখানে এমন কোনো তথ্য নেই, যেটা আসলে আমরা জানি না বা আপনারা জানেন না। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম