Logo
Logo
×

খেলা

আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে অষ্টম ম্যাচে লাহোরের প্রথম জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ০৬:৪০ পিএম

আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে অষ্টম ম্যাচে লাহোরের প্রথম জয়

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত দুই আসরের টানা চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। রেকর্ড তৃতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে খেলছে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলটি। 

কিন্তু পিএসএলের চলমান নবম আসরে নিজেদের প্রথম সাত খেলায় হেরে ব্যাকফুটে চলে যায় লাহোর কালান্দার্স। বুধবার নিজেদের অষ্টম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে অধিনায়ক শাহিন আফ্রিদির ব্যাটে বলের নেপুণ্যে জয় পায় লাহোর। 

এদিন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে রিশি ভেন দার ডুসেনের ফিফটিতে ভর করে ১৬২ রান করে ইসলামাবাদ। দলের হয়ে ৪৪ বলে চারটি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৬৪ রান করেন তিনি। মাত্র ১৪ বলে ৪টি ছক্কার সাহায্যে ৩০ রানের টর্নেডো ইনিংস খেলেন আফ্রিদি। 

টার্গেট তাড়া করতে নেমে জামান খান ও শাহিন শাহ আফ্রিদির তোপের মুখে পড়ে ১৮.৫ ওভারে ১৪৫ রানে অলআউট হয় ইসলামাবাদ ইউনাইটেড। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ফাহিম আশরাফ। ৩৭ রানে ৪ উইকেট নেন জামান খান। ৩২ রানে ২ উইকেট নেন আফ্রিদি।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম