Logo
Logo
×

খেলা

ম্যাচ জয়ে বোলারদের প্রশংসা করলেন অধিনায়ক শান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ১০:৪৬ পিএম

ম্যাচ জয়ে বোলারদের প্রশংসা করলেন অধিনায়ক শান্ত

শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হেরে ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশ আজ দ্বিতীয় খেলায় জিতে সিরিজে সমতায় ফিরেছে। দলের জয়ে ৩৪ বলে চার বাউন্ডারি আর দুই ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শেষে শান্ত বলেন, দলের জয়ে কৃতিত্ব সবার, বিশেষ করে বোলারদের। যেভাবে আমরা বল করেছি এই উইকেটে, আমি খুব খুশি। আমি নির্দিষ্ট কোনো বোলারের কথা বলব না, সবাই ভালো বল করেছে। তারপর ব্যাট হাতেও আমরা শুরুটা ভালো করেছি এবং সেটা ধরে রেখেছি।

শান্ত আরও বলেন, ব্যাটসম্যান হিসেবে তো আমরা সবাই চাই প্রতি ম্যাচেই রান করতে। আমি আমার ফর্ম নিয়ে খুশি।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও ২০৭ রান তাড়ায় ৩ রানে হারে।

আজ বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে ১৬৫ রানে থামিয়ে ১১ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। দলের জয়ে ৩৪ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শনিবার সিরিজের ‘অঘোষিত ফাইনাল’ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। সেই ম্যাচে যারা জিতবে সিরিজ তাদের হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম