Logo
Logo
×

খেলা

বিধ্বংসী ইনিংস খেলে সাংবাদিক বোনের প্রশ্নে যা বললেন জাকের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০৬:০৯ পিএম

বিধ্বংসী ইনিংস খেলে সাংবাদিক বোনের প্রশ্নে যা বললেন জাকের

শ্রীলংকার বিপক্ষে ১২০ বলে ২০৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে রীতিমতো তাণ্ডব চালান জাকের আলি। তার ব্যাটিং তাণ্ডবে জয়ের দুয়ারে চলে যায় বাংলাদেশ। শেষ ৪ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান।

৩৪ বলে ৪টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ৬৮ রান করে দলকে জয়ের স্বপ্ন দেখান জাকের আলি; কিন্তু ইনিংস শেষ হওয়ার তিন বল আগে ছক্কা মারতে গিয়ে ধরা পড়েন জাকের। তার আউটের মধ্য দিয়ে জয়ের স্বপ্ন ভেস্তে যায় বাংলাদেশের। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মাত্র ৩ রানে হেরে যায় স্বাগতিকরা। 

এই ম্যাচ দেখতে মাঠে ছিলেন জাকের আলির আপন বড় বোন সিলেটের স্থানীয় সাংবাদিক শাকিলা ববি, তার স্বামী ও সন্তান। খেলা শেষে পেশাদার সাংবাদিক হিসেবে জাকেরকে জিজ্ঞেস করেন, 'আপনি সিলেটের ছেলে। ঘরের মাঠে পারফর্ম করলেন, মানুষ আপনার পক্ষে ছিল। কতটা উপভোগ করেছেন?'

বোনের এমন প্রশ্নের জবাবে জাকের আলি বলেন, ‘আমি সব সময় সিলেটের মাঠে খেলতে পছন্দ করি। আমার প্রথম শ্রেণির অভিষেকও এখানে। আমি আগেও বলেছি এই মাঠের আবহ সম্পর্কে আমার ধারণা আছে। উইকেট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিলো। গুড টু ব্যাট অন।’

এক প্রশ্নের জবাবে জাকের বলেন, ‘রিশাদকে বলেছিলাম চেষ্টা করতে আমাকে স্ট্রাইক দেওয়ার। দুর্ভাগ্যজনকভাবে ওর উইকেট পড়ে যায়। তারপর আমিও স্ট্রাইক পাই। ৪ বলে ১০ লাগত, আমার আত্মবিশ্বাস ছিল ইনশাআল্লাহ পারব যেহেতু থ্রো আউট দ্য ইনিংস ভালো যাচ্ছিল। সংযোগ হয়নি।’

২৬ বছর বয়সি এই তারকা আরও বলেন, ‘যদি ম্যাচটা জিততে পারতাম, ১০-১২ রান করেও যদি ম্যাচ জিততে পারতাম আমার কাছে বেশি খুশি লাগত। ভালো খেলেছি আলহামদুলিল্লাহ। ম্যাচ জিতলে আরও খুশি হতাম।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম