Logo
Logo
×

খেলা

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম ১.৮৬ কোটি!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ১১:০০ পিএম

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম ১.৮৬ কোটি!

জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির এ গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ৯ জুন নিউইয়র্কে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই ম্যাচের টিকিটের দাম উঠেছে ১.৮৬ কোটি টাকা।

সীমান্ত সমস্যার কারণে প্রতিবেশী দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে এক যুগ ধরে। আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইভেন্ট ছাড়া মাঠের লড়াইয়ে দেখা যায় না ভারত-পাকিস্তানকে। 

ভারত-পাকিস্তানের রোমাঞ্চকর লড়াই দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন সমর্থকরা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল মুখোমুখি হবে ৯ জুন নিউইয়র্কে। 

বিশ্বকাপের টিকিটের সর্বনিম্ন মূল্য ছয় ডলার তথা ৪৯৭ টাকা ধার্য করা হয়েছে। ভারত বনাম পাকিস্তান ম্যাচের প্রিমিয়াম টিকিটের জন্য খরচ করতে হবে চারশ ডলার বা প্রায় ৩৩ লাখ ১৪৮ টাকা।

অফিসিয়াল সেলের জন্য যে টিকিটের দাম ছিল চারশ ডলার, রিসেল সাইটের দাম চল্লিশ হাজার ডলার বা প্রায় ৩৩ লাখ টাকা। যদি এটি প্ল্যাটফর্ম ফিতে যোগ করা হয় তবে এ মূল্য ৫০ হাজার ডলার অর্থাৎ বা প্রায় ৪১ লাখ টাকায় পৌঁছতে পারে।

ইউএসএ টুডের প্রতিবেদন অনুসারে, সুপার বোল ৫৮ টিকিট সেকেন্ডারি মার্কেটে সর্বাধিক ৯ হাজার ডলারে পেতে পারেন, যেখানে ফাইনালের জন্য কোর্টসাইড সিটগুলো সর্বাধিক ২৪ হাজার ডলারে পাওয়া যেতে পেতে পারে।

SeatGeek প্ল্যাটফর্মে ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিটের দাম আকাশছোঁয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য এই সাইটে সবচেয়ে দামি টিকিটের দাম এক লাখ ৭৫ হাজার ডলার অর্থাৎ প্রায় ১.৪ কোটি টাকা। যদি প্ল্যাটফর্ম চার্জ এবং অতিরিক্ত ফি যোগ করা হয়, তাহলে প্রায় ১.৮৬ কোটি টাকাও হতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম