Logo
Logo
×

খেলা

এক বছর নিষিদ্ধ আফগান তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪ পিএম

এক বছর নিষিদ্ধ আফগান তারকা

চুক্তি লঙ্ঘন করার অভিযোগে আরব আমিরাতের আইএল টি-২০ লিগে নিষিদ্ধ হলেন আফগানিস্তানের ক্রিকেটার নুর আহমেদ।

শারজা ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তি ভঙ্গ করার অভিযোগে তাকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ফ্র্যাঞ্চাইজির আয়োজকরা।

২০২৩ সালের আইএল টি-২০ এর প্রথম মৌসুমে খেলতে শারজা ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন নুর। পরে তার সঙ্গে এক বছরের চুক্তি বাড়ানোর প্রস্তাব দেয় ফ্র্যাঞ্চাইজি। সেই রিটেনশন নোটিশে স্বাক্ষর করেননি নুর। 

আরব আমিরাতের লিগের বদলে তিনি চলে যান দক্ষিণ আফ্রিকার এসএ ২০-তে। সেখানে ডারবান সুপার জায়ান্টের হয়ে খেলেন এই আফগান স্পিনার।

এ কারণেই নুরকে নিষেধাজ্ঞা দেয় আয়োজকরা। এর আগে গত বছরের ডিসেম্বরে একই কারণে আরেক আফগান ক্রিকেটার নাভিন উল হককেও ২০ মাসের জন্য নিষিদ্ধ করেছিল আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিটি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম