‘আম্পায়ারদের চোখ ও কান পরীক্ষা করা উচিত’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬ পিএম
ভারতের হয়ে ১২টি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন মনোজ তিওয়ারি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০টি সেঞ্চুরির সাহায্যে ১০ হাজার ১৯৫ রান করে সম্প্রতি পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
৩৮ বছর বয়সি ভারতীয় এই সাবেক তারকা ক্রিকেটার সম্প্রতি বলেছেন, ‘যদি ক্রিকেটারদের ডোপ পরীক্ষা হয়, তাহলে আম্পায়ারদেরও হওয়া উচিত। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারদের। অনেক সময়ই আম্পায়ারদের দেখেছি রাতে খাওয়া মদের নেশা না কাটিয়ে সকালে মাঠে নামতে। ঘুম জড়ানো চোখে রঞ্জিতে আম্পায়ারিং করতে দেখেছি অনেককে। এমন অবস্থায় ঠিক সিদ্ধান্ত দেবেন কী করে তিনি?’
মনোজ তিওয়ারি আরও বলেছেন, ‘আমি একবার এক আম্পায়ারকে জিজ্ঞেস করেছিলাম, ‘স্যর, কাল রাতে কী খেলেন?’ উত্তরে তিনি বলেন, ‘আমি বরফ দিয়ে হুইস্কি খেতে পছন্দ করি।’ প্রতি মৌসুম শুরুর আগে ক্রিকেট বোর্ডের উচিত আম্পায়ারদের চোখ পরীক্ষা করা। তাদের কানও পরীক্ষা করা উচিত।’
তিনি আরও বলেন, ‘আম্পায়ারিংটাই আমার কাছে সব থেকে চিন্তার। ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিংয়ের মান খুব খারাপ। বোর্ডের এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। এটা এক দুই মৌসুমের ব্যাপার নয়। বেশ কয়েক বছর ধরেই এটা দেখছি। শিশুর মতো ভুল করেন অনেক আম্পায়ার।’