Logo
Logo
×

খেলা

বিরাট-আনুশকার ঘরে নতুন অতিথি, যা বললেন শচিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৭ পিএম

বিরাট-আনুশকার ঘরে নতুন অতিথি, যা বললেন শচিন

দ্বিতীয় সন্তান জন্মের পাঁচ দিন পর খবর জানালেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা দম্পতি। এবার ছেলের বাবা হলেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। 

সেই খবর জানতে পেরেই শুভেচ্ছা জানিয়েছেন খেলাধুলা এবং বিনোদন জগতের অনেক তারকা। শচিন টেন্ডুলকারও রয়েছেন সেই তালিকায়। প্রাক্তন ক্রিকেটারের শুভেচ্ছাবার্তা মন ছুঁয়ে গিয়েছে অনেকেরই। 

মঙ্গলবার রাতে শচিন লেখেন, 'বিরাট এবং আনুশকাকে অনেক শুভেচ্ছা। অকায়ের আগমনে তোমাদের পরিবারে একটা দামী রত্ন যোগ হলো। যেভাবে ওর নামের মধ্যেই ঘর আলো করে দেওয়ার ব্যাপার রয়েছে, আশা করি তোমাদের চারপাশটাও আনন্দ এবং হাসিতে পূর্ণ করে রাখবে। আগামী দিনে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছ যা তোমরা সারাজীবন মনে রাখবে। এই বিশ্বের তোমায় স্বাগত, লিটল চ্যাম্প।'

২০১৭ সালে ইতালির তাসখানিতে বিয়ে করেন ভারতের ক্রিকেট ও সিনেমা জগতের দুই মহাতারকা। এরপর ২০২১ সালের ১১ জানুয়ারি বিরাট কোহলির প্রথম সন্তান ভামিকার জন্ম হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম