Logo
Logo
×

খেলা

ক্রিকেটারদের মদপানে নির্বাচক প্ররোচিত করেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২২ পিএম

ক্রিকেটারদের মদপানে নির্বাচক প্ররোচিত করেন

মদকাণ্ডে টালমাটাল ভারতের হায়দরাবাদের ক্রীড়াঙ্গন। সম্প্রতি টিম বাসে মদপানের কারণে নারী দলের প্রধান কোচ জয়সীমাকে বরখাস্ত করা হয়েছে। নির্বাচকের রিরুদ্ধে অভিযোগ ক্রিকেটারদের মদপানে প্ররোচিত করতেন। 

হায়দরাবাদের নারী ক্রিকেটার এবং তাদের পরিবারের অভিযোগ কোচ জয়সীমার সঙ্গে যুক্ত ছিলেন নির্বাচক পূর্ণিমাও। তিনিও ক্রিকেটারদের মদপান করতে প্ররোচিত করতেন। তিনি সব কিছু জেনেও কোচের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তার সব কুকীর্তি সমর্থন করতেন। যে কারণে নির্বাচকের বিরুদ্ধেও হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে লিখিত অভিযোগ করেছেন নারী ক্রিকেটাররা।

৫৭ বছর বয়সি পূর্ণিমার দাবি- তার ভাবমূর্তি নষ্ট করার জন্য ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। ভারতীয় নারী দলের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘চলতি বছরে আমি নির্বাচকদের প্রধান হয়েছি। অল্প সময়ের মধ্যে কয়েকটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে কিছু সমস্যা সমাধানের জন্য। সেগুলো হয়তো অনেকের পছন্দ হয়নি। সেজন্যই এ অভিযোগ করা হচ্ছে। ঈশ্বর জানেন আমি কোনো ভুল করিনি। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। শুধু সঠিক খেলোয়াড় নির্বাচন করার চেষ্টা করেছি। আমার ভাবমূর্তি নষ্ট করার জন্যই এ অভিযোগ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এই দায়িত্ব নেওয়ার আগে বেশ কিছু দিন ক্রিকেট থেকে দূরে ছিলাম। আমাকে ডেকে দায়িত্ব দেওয়া হয়েছিল। দলের সব কিছু ঠিকঠাক করার কথা বলা হয়েছিল। আমি সেটাই করার চেষ্টা করেছি।’

পূর্ণিমা আরও বলেছেন, ‘আমি নিয়মিত সফর করতাম ঠিকই। তবে কখনো দলের বাসে যাতায়াত করিনি। ট্যাক্সিতে যাতায়াত করতাম। এ ঘটনার সঙ্গে আমাকে জুড়ে দেওয়ার কোনো অর্থ হয় না। তবে এমন অভিযোগের অবশ্যই যথাযথ তদন্ত হওয়া উচিত।’

আরও পড়ুন

>> কোচের কাণ্ডে বিতর্কিত ভারতীয় ক্রিকেট

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম