Logo
Logo
×

খেলা

‘পেট্রলে চলি না যে প্রতিদিন ৩০০ ছক্কা মারব’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩২ পিএম

‘পেট্রলে চলি না যে প্রতিদিন ৩০০ ছক্কা মারব’

২০২২ সালের এশিয়া কাপ শুরুর আগে পাকিস্তানের তারকা অলরাউন্ডার আসিফ আলী বলেছিলেন, আমি প্রতিদিন অনুশীলনে ১০০-১৫০টি ছক্কা মারার চেষ্টা করি।

তিনি বলেছিলেন, ‘আমি যে পজিশনে ব্যাট করি, সেখানে সাধারণত ওভারে গড়ে ১০ রান করে দরকার হয়। এজন্য বিগ-হিটিং ব্যাটিংয়ের দরকার, যার জন্য প্রচুর অনুশীলন করতে হয়। আমি প্রতিদিনের অনুশীলনে ১০০-১৫০টি ছক্কা মারার চেষ্টা করি, যেন ম্যাচে ৪-৫টি মারতে পারি।’

আগামীকাল শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৯ম আসর। টুর্নামেন্টে পেশোয়ার জালমির হয়ে প্রস্তুতি নিচ্ছেন আসিফ। সেখানে এক সংবাদকর্মী তার সেই ছক্কা মারার প্রসঙ্গ তোলেন। 

মুচকি হেসে আসিফ বলেন, ‘দেখুন, আমি তো পেট্রলে চলি না যে প্রতিদিন ৩০০টি করে ছক্কা মারব।’ আসিফের দাবি, অনুশীলনে শত ছক্কার খবরটি ভুয়া।’

পাকিস্তানের হয়ে ২১টি ওয়ানডে আর ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই তারকা ব্যাটসম্যান বলেন, ‘ওটা ভুল ছিল। যেখানে আমার ভুল ছিল, যিনি লিখেছেন, তারও ভুল ছিল। ব্যাপারটা খুলে বলি-তখন জাতীয় ক্রিকেট একাডেমিতে এক সপ্তাহের ক্যাম্প চলছিল। আমার পরিকল্পনা ছিল, ক্যাম্প যে কদিন চলবে, বল মারার অনুশীলন করব। আর একটি ঝুড়িতে ৪০টির মতো বল থাকে। চার রাউন্ড খেললেই ১৫০ বল (চারবার ঝুড়ির বলগুলো খেলা) খেলা হয়ে যায়। এটাই প্রতিদিন করতাম। এখন লোকে তো আর জানে না ক্যাম্প কত দিনের কিংবা এটা মাত্র ৭ দিনের ক্যাম্প। তাই ব্যাপারটা আসলে ভুল-বোঝাবুঝি ছিল। আমারও বলায় ভুল ছিল, যিনি লিখেছেন তারও।’

পিএসএলের এবারের আসরের ম্যাচগুলো পাকিস্তানের চারটি শহর করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। ১৮ মার্চ করাচিতে হবে ফাইনাল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম