অভিষেকে আলোড়ন সৃষ্টি করে ৩ কোটিতে আইপিএলে জোসেফ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০০ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজে আলোড়ন সৃষ্টি করেন সামার জোসেফ। গ্যাবায় ওয়েস্ট ইন্ডিজের ৮ রানের জয়ে দ্বিতীয় ইনিংসে ৭টিসহ সিরিজে ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরা হন।
ওয়েষ্ট ইন্ডিজের ২৪ বছর বয়সি এই তারকা পেসারের গতির তাণ্ডবে গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ রানের মামুলি লক্ষ্য ছূঁড়ে দিয়েও ৮ রানের রোমাঞ্চকর জয় পায় উইন্ডিজ।
ব্রিসবেন টেস্টে ক্যারিবীয়দের জয়ে দ্বিতীয় ইনিংসে ৬৮ রান খরচ করে ৭ উইকেট শিকার করেন জোসেফ। দলের জয়ে দুর্দান্ত বোলিং করে অভিষেক টেস্ট সিরজে নায়ক বনে যান জোসেফ।
অভিষেক টেস্টে সাড়া ফেলে দেওয়া এই ক্যারিবীয় পেসারকে সুখবর দিল আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
আজ আইপিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ইংলিশ পেসার মার্ক উডের বদলি হিসেবে সামার জোসেফকে তিন কোটি রুপিতে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
আইপিএলে লক্ষ্ণৌর নেতৃত্বে আছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান লোকেশ রাহুল। দলটির কোচের দায়িত্বে আছেন জাস্টিন ল্যাঙ্গার। সতীর্থ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও কাইল মায়ার্সদের পাবেন সামার জোসেফ।