‘জাদেজাকে ক্রিকেটার বানাতে নাইট গার্ডের চাকরি করেছি, এখন সে খোঁজ নেয় না’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৭ পিএম
ভারতীয় তারকা অলরাউন্ডার রবিন্দ্র জাদেজাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তার বাবা অনিরুদ্ধ সিং জাদেজা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনিরুদ্ধ সিং জাদেজা বলেছেন, ‘আমরা খুবই গরিব পরিবার থেকে এসেছি। রবীন্দ্র জাদেজাকে ক্রিকেটার বানানোর জন্য আমার অনেক পরিশ্রম হয়েছে। টাকা আয় করার জন্য আমি প্রতিদিন ২০ লিটার দুধের ক্যান কাঁধে বহন করে নিয়ে বাজারে বিক্রি করেছি।’
তিনি আরও বলেন, ‘জাদেজার জন্য আমি নাইট গার্ডের কাজও করেছি। শুধু আমিই না, জাদেজার বোনও আমার চেয়ে বেশি পরিশ্রম করেছে ওর জন্য। সে জাদেজাকে মায়ের মতো যত্ন করে লালান-পালন করেছে। অথচ এখন জাদেজা আমার এবং আমার মেয়ের কোনো খোঁজ খবর রাখে না।’
অনিরুদ্ধ সিংহ আরও বলেন, ‘ক্রিকেট খেলে আমার ছেলে বিশ্ব তারকা হয়েছে। বিলাসবহুলন ফ্ল্যাটে থাকে, জামনগরে তার একটি খামারবাড়ি আছে। অথচ আমি দুই রুমের একটি বাসায় সাদামাটা জীবনযাপন করছি। আমার স্ত্রীর পেনশনের মাসিক ২০ হাজার টাকায় কোনো মতে আমার জীবন চলে। আমার একজন গৃহকর্মী আছে, সে আমার জন্য রান্না করে।’
তিনি আরও বলেন, ‘আমরা একই শহরে থাকি। অথচ রবিন্দ্র জাদেজা আমার সাথে দেখা সাক্ষাৎ করে না। জানি না বউ ওকে কী জাদু করেছে। পাঁচ বছর হলো নিজের নাতনির মুখও দেখতে পারিনি।’