Logo
Logo
×

খেলা

ঐতিহাসিক ম্যাচে অস্ট্রেলিয়ার রেকর্ড জয় 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬ পিএম

ঐতিহাসিক ম্যাচে অস্ট্রেলিয়ার রেকর্ড জয় 

১০০ ওভারের ম্যাচ শেষ ৩১ ওভারেই! মঙ্গলবার ক্যানবেরায় তৃতীয় ও শেষ ওয়ানডেতে জেভিয়ার বার্টলেটের ইতিহাস গড়া বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২৪.১ ওভারে ৮৬ রানে গুটিয়ে দেওয়ার পর রান তাড়ায় মাত্র ৬.৫ ওভারেই আট উইকেটের রেকর্ড গড়া জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। 

নিজেদের ১০০০তম ওয়ানডেতে ব্যাটে-বলে উইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ করেই ছাড়ল বিশ্ব চ্যাম্পিয়নরা। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ও জশ ইঙ্গলিসের টর্নেডো ব্যাটিংয়ে ২৫৯ বল হাতে রেখে জিতেছে অস্ট্রেলিয়া। 

ওয়ানডেতে এটাই তাদের সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড। সব মিলিয়ে ১৮৬ বলে শেষ ম্যাচ। ওয়ানডে ইতিহাসে এরচেয়ে কম বলে শেষ হয়েছে মাত্র পাঁচটি ম্যাচ।

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক ফ্রেজার-ম্যাকগার্ক ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয় বোলারদের তুলোধুনো করে ১৮ বলে ৪১ রানের বিস্ফোরক ইনিংস উপহার দেন।

তিনি আউট হলেও আরেক ওপেনার ইঙ্গলিস ১৬ বলে ৩৫* রান করে ম্যাচ শেষ করে দেন। রেকর্ড গড়া জয়ের ভিত গড়ে দিয়েছিলেন বার্টলেট। 

এই সিরিজের প্রথম ম্যাচেই অভিষেকে ১৭ রানে চার উইকেট নিয়েছেন ২৫ বছর বয়সি পেসার। দ্বিতীয় ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়। তৃতীয় ম্যাচে ফিরেই বার্টলেট নিলেন ২১ রানে চার উইকেট।

ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতেই চার উইকেট নেওয়া প্রথম অস্ট্রেলিয়ান বোলার তিনি। দুই ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পাশাপাশি সিরিজসেরাও বার্টলেট। উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার আথানেজ।

ঠিক দুই বছর আগে প্রথম দল হিসাবে ১০০০তম ওয়ানডে খেলেছিল ভারত। সেই ম্যাচে উইন্ডিজকে ১৭৬ রানে অলআউট করে ছয় উইকেটে জিতেছিল তারা। দ্বিতীয় দল হিসাবে এই মাইলফলক ছোঁয়া অসিরাও উপলক্ষ্যটা রাঙাল উইন্ডিজকে গুঁড়িয়ে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম