Logo
Logo
×

খেলা

আফগানদের ১০ উইকেটে উড়িয়ে দিল শ্রীলংকা 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫২ পিএম

আফগানদের ১০ উইকেটে উড়িয়ে দিল শ্রীলংকা 

আগেরদিন ইব্রাহিম জাদরানের শতকে এক উইকেটে ১৯৯ রান তুলে কলম্বো টেস্ট জমিয়ে তোলার ইঙ্গিত দিয়েছিল আফগানিস্তান।

সোমবার চতুর্থদিনে ভোজবাজির মতো পালটে গেল দৃশ্যপট। মাত্র ৮২ রানে শেষ নয় উইকেট হারিয়ে ২৯৬ রানে শেষ আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস। 

এরপর দুই লংকান ওপেনার দিমুথ করুনারত্বে (২২ বলে ৩২*) ও নিশান মাদুশকার (২৩ বলে ২২*) আগ্রাসী ব্যাটিংয়ে ৫৬ রানের মামুলি লক্ষ্য ৪৪ বলে ছুঁয়ে ফেলে শ্রীলংকা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একমাত্র টেস্টে নিরঙ্কুশ দাপট দেখিয়ে আফগানদের ১০ উইকেটে হারাল লংকানরা।

ম্যাচসেরা প্রবাথ জয়াসুরিয়ার বাঁ-হাতি স্পিনে নাকাল হয়ে কাল তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগানিস্তানের ব্যাটিং। প্রথম ইনিংসে তিন উইকেট পাওয়া জয়াসুরিয়া দ্বিতীয় ইনিংসে নেন পাঁচ উইকেট। 

পেসার আসিথা ফার্নান্ডো পান তিন উইকেট। সেঞ্চুরিয়ান ইব্রাহিম ১১৪ ও রহমত শাহ ৫৪ রানে আউট হওয়ার পর মাত্র ৫০ রানে শেষ সাত উইকেট তুলে নেয় শ্রীলংকা। পাঁচে নামা নাসির জামাল অপরাজিত থাকেন ৪১ রানে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম