Logo
Logo
×

খেলা

ডাবল সেঞ্চুরির দুয়ারে জয়সওয়াল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৯ পিএম

ডাবল সেঞ্চুরির দুয়ারে জয়সওয়াল

বিশাখাপত্তম টেস্টের প্রথমদিনের লড়াইটা যেন হলো ইংল্যান্ড ও যশস্বী জয়সওয়ালের মধ্যে।

শুক্রবার সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথমদিনে ছয় উইকেটে ৩৩৬ রান তুলেছে ভারত। এর মধ্যে জয়সওয়ালের একারই অবদান ১৭৯* রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান শুবমান গিলের। 

বাকিরা ইংল্যান্ডের পেস-স্পিনে ভুগলেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট শতক তুলে নেওয়া জয়সওয়াল দিনশেষে কড়া নাড়ছেন ডাবল সেঞ্চুরির দুয়ারে।

শুক্রবার ১৭টি চার ও পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন প্রথম টেস্টে সেঞ্চুরি মিস করা এই তরুণ ওপেনার। টম হার্টলিকে ছয় মেরে তিনি স্পর্শ করেন তিন অঙ্ক। জয়সওয়ালের সঙ্গে ক্রিজে আছেন রবিচন্দ্রন অশ্বিন।

ইংল্যান্ডের দুই তরুণ স্পিনার শোয়েব বশির ও রেহান আহমেদ নেন দুটি করে উইকেট। অভিষিক্ত বশিরের প্রথম টেস্ট শিকার ভারত অধিনায়ক রোহিত শর্মা। মাত্র এক উইকেট পেলেও দারুণ বোলিং করেছেন সবচেয়ে বেশি বয়সি পেসার হিসাবে ভারতের মাটিতে টেস্ট খেলতে নামা জেমস অ্যান্ডারসন (৪১ বছর ১৮৭ দিন)। তার ৬৯১তম টেস্ট শিকার গিল। 

টেস্ট ইতিহাসে ২২টি ভিন্ন পঞ্জিকাবর্ষে উইকেট নেওয়া প্রথম বোলার অ্যান্ডারসন। ২০০৩ সালে অ্যান্ডারসনের যখন টেস্ট অভিষেক হয় তখনও জন্ম হয়নি তার দুই সতীর্থ রেহান ও বশিরের!

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম