ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন সিনেমা পরিচালকের ছেলে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৪ পিএম
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলে ভারতীয় সিনেমা টুয়েলভথ ফেইল। সিনেমাটির পরিচালক বিধু বিনোদ চোপড়া। তার ছেলে অগ্নিদেব চোপড়া এবার হইচই ফেলে দিয়েছেন ক্রিকেট মাঠে।
ক্যারিয়ারের প্রথম চার ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন ভারতের মিজোরামের ব্যাটসম্যান অগ্নি।
রঞ্জি ট্রফির প্লেট লিগে গত মাসে সিকিমের বিপক্ষে অভিষেক হয় অগ্নির। এরপর থেকে এখনো পর্যন্ত ৪ ম্যাচে ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, সর্বশেষ মেঘালয়ের বিপক্ষে ম্যাচে করেছেন জোড়া সেঞ্চুরি।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, যত দিন ধরে তাদের কাছে ক্রিকেটের রেকর্ড-পরিসংখ্যান আছে, অভিষেকের পর থেকে টানা সর্বোচ্চ ম্যাচে সেঞ্চুরির রেকর্ড এটিই।
অগ্নিদেব অভিষেকে ১৬৬ রানের অনবদ্য এক ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে ৯২ রানে ফেরেন। পরের ৩ ম্যাচে ১০৫, ১০১, ১১৪, ১০, ১৬৪ ও ১৫ রানে ফেরেন অগ্নিদেব।
অগ্নিদেব এর আগে মুম্বাই অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছেন। তবে মুম্বাই একাদশে জায়গা পাওয়া অনেক কঠিন হচ্ছিল বলে কোচ খুশপ্রিত সিংয়ের পরামর্শে দল পাল্টে মিজোরামের হয়ে খেলা শুরু করেন।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের সাথে আলাপকালে অগ্নিদেব জানিয়েছেন, আমার কখনো মনে হয়নি, আমার বাবা সিনেমা বানান বলে আমারও বিনোদন জগতে ঢোকা উচিত। তাছাড়া আমি কখনই সিনেমা নিয়ে আগ্রহী ছিলাম না। দেখতে ভালোবাসি, উপভোগও করি। তবে এ নিয়ে আমার আবেগ কাজ করেনি কখনই।