বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ম আসরের শুরু থেকেই পরাজয়ের বৃত্তে আটক ছিল সিলেট স্টাইকার্স।
নিজেদের প্রথম পাঁচ ম্যাচে হারের পর নেতৃত্ব ছেড়ে দেওয়াই নয়, বিপিএলের চলতি আসরে আর না খেলার সিদ্ধান্ত নেন জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফি নেতৃত্ব ছাড়ার পর সিলেটের ম্যানেজমেন্ট দলটির উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে নেতৃত্ব দেয়। তার অধিনায়কত্বে আজ প্রথম ম্যাচ খেলতে নেমেই জয়ের দেখা পেল সিলেট।
টানা পাঁচ ম্যাচে হারের পর নিজেদের ষষ্ঠ ম্যাচে প্রথম জয় পেল সিলেট। এদিন দুরন্ত ঢাকার বিপক্ষে ১৫ রানে জয় পায় সিলেট।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুরন্ত ঢাকার বিপক্ষে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪২ রান করে সিলেট। দলের হয়ে ৪৬ বলে চার বাউন্ডারি আর তিন ওভার বাউন্ডারিতে সর্বোচ্চ ৫৯ রান করেন অধিনায়ক মিঠুন। এছাড়া ৩২ ও ২১ রান করে করেন সামিত প্যাটেল ও আরিফুল হক।
টার্গেট তাড়া করতে নেমে জিম্বাবুয়ের তারকা পেসার রিচার্ড নাগরাভার গতির মুখে পড়ে একের পর এক উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় ঢাকা। ব্যাটিং বিপর্যয়ের কারণে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানের বেশি করতে পারেনি দুরন্ত ঢাকা।
দলের হয়ে মাত্র ১১ বল মোকাবেলা করে ৬টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ২৭ রান করে অপরাজিত থাকেন তারকা পেসার তাসকিন আহমেদ। সিলেটের হয়ে ৪ ওভারে ৩০ রানে ৪ উইকেট নেন নাগরাভা।
আরও পড়ুন
>> বিপিএল থেকে সরে দাঁড়ালেন মাশরাফি