আফ্রিকান নেশন্স কাপে অঘটনের মিছিল চলছেই। ক্যামেরুন, মিসর ও সেনেগালের পর এবার শেষ ষোলো থেকে বিদায় নিল আরেক ফেভারিট মরক্কো।
আফ্রিকার প্রথম দল হিসাবে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। সেই দলটিই আফ্রিকান শ্রেষ্ঠত্বের মঞ্চে ঝরে গেল কোয়ার্টার ফাইনালের আগেই।
মঙ্গলবার রাতে তারকাবহুল মরক্কোকে ২-০ গোলে হারিয়ে শেষ আটের টিকিট কেটেছে দক্ষিণ আফ্রিকা। বাফানা বাফানাদের অভাবনীয় জয়ের নায়ক এভিডেন্স মাকগোপা ও তেবোহো মোকোয়েনা।
মরক্কোকে ডুবিয়েছেন দলের দুই বড় তারকা আশরাফ হাকিমি ও সোফিয়ান আমরাবাত। ৮৪ মিনিটে পেনালটি মিস করেন পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি। এরপর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানইউ মিডফিন্ডার সোফিয়ান।
গত বিশ্বকাপের পর খেলা ১৩ ম্যাচের মাত্র দুটিতে হেরেছে মরক্কো। দুটিই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অপর ম্যাচে বুরকিনা ফাসোকে ২-১ গোলে হারিয়েছে মালি। শেষ আটে তাদের প্রতিপক্ষ স্বাগতিক আইভরি কোস্ট। আর দক্ষিণ আফ্রিকা খেলবে কেপ ভার্দের বিপক্ষে।