Logo
Logo
×

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহ ‘অটোমেটিক চয়েস’ 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ০৭:৪৯ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহ ‘অটোমেটিক চয়েস’ 

জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ঘরের মাঠে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

গতকাল মঙ্গলবার ফরচুন বরিশালের হয়ে ২৪ বলে ৫১ রানের লড়াকু ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। তার এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। 

জালাল ইউনুস বলেছেন, ‘কী বলব? রিয়াদের ব্রিলিয়ান্ট পারফরম্যান্স। খেয়াল করে দেখবেন, আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার যে স্ট্রাইক রেট ছিল, এটা দুর্দান্ত। ওই স্ট্রাইক রেটেই তো সে টি-টোয়েন্টিতে এমনিতেই চলে আসে। আর এখন তো প্রমাণ করছে। যে জায়গায় সে খেলছে, অটোমেটিক চয়েস। এ কারণে তাকে এ মুহূর্তে সুযোগ পাবে কী পাবে না- এ প্রশ্নটা উঠছে না। সে ভালো করছে। এখন সে পারফরমার, অটোমেটিক্যালি সে দলে আসবে। দ্বিতীয় কিছু চিন্তার অবকাশ নেই।’ 

টুর্নামেন্টে আনফিট মাশরাফির খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এ ব্যাপারে বিসিবি পরিচালক বলেন, ‘মাশরাফি খেলায় মান-সম্মান যাচ্ছে না। প্রথমদিকে মাশরাফির একটু সমস্যা হচ্ছিল, পরে অবশ্য মানিয়ে নিয়েছে। যতটুকু করছে, মাঠে থাকছে। যে কারণে তাকে রাখা হয়েছে, সেটা হয়তো নেতৃত্বের কারণে, যেটা ফ্র্যাঞ্চাইজি চাইছিল। সেখানে হয়তো ভালোই করছে। হয়তো ব্যক্তিগত পারফরম্যান্স ভালো করেনি। নেতৃত্বের ভূমিকায় সে ভালো করছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম