Logo
Logo
×

খেলা

‘অভিজ্ঞতার দিক থেকে ভারতের ব্যাটিং লাইনআপ দুর্বল’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ১০:২৭ পিএম

‘অভিজ্ঞতার দিক থেকে ভারতের ব্যাটিং লাইনআপ দুর্বল’

হায়দরাবাদে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে ৪০ উইকেটের ৩২টিই গেছে স্পিনারদের ঝুলিতে। নিজেদের অস্ত্রে ঘায়েল হয়ে ভারত হেরেছে ২৮ রানে।

শুক্রবার বিশাখাপত্তমে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে আর স্পিনিং উইকেট দেখতে চান না ভারতের সাবেক স্পিনার হরভাজন সিং। বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুলের অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিপক্ষে স্পিন সহায়ক উইকেটে খেলাকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন হরভাজন।

নিজেদের ফাঁদে পা না দিতে উত্তরসূরিদের সতর্ক করে তিনি বলেছেন, ‘অভিজ্ঞতার দিক থেকে ভারতের ব্যাটিং লাইনআপ দুর্বল। ইংল্যান্ডের জন্য টার্নিং উইকেট বানিয়ে তারা যেন নিজেদের ফাঁদে পা না দেয়, সেটা নিয়ে সতর্ক থাকতে হবে ভারতকে। দলের তরুণ ব্যাটাররা ভালো উইকেটে খেলার সুযোগ পেলে আরও ভালো করবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম