কে হচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান?
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০৮:০৯ পিএম
![কে হচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান?](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/01/30/image-769010-1706623753.jpg)
সাম্প্রতিক তিন বছরেরও কম সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হয়েছেন তিনজন।
২০২১ সালের সেপ্টেম্বরে দায়িত্ব নেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক তারকা রমিজ রাজা। এরপর চেয়ারম্যান হন নাজাম শেঠি।
তারপর দায়িত্ব নেন জাকা আশরাফ। মেয়াদ শেষ হওয়ার দেড় মাস আগেই গত ১৯ জানুয়ারি পদত্যাগ করেন পিসিবির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ।
আগামী ৬ ফেব্রুয়ারি পিসিবির নির্বাচন। পিসিবির নতুন চেয়ারম্যান হওয়ার দৌড়ে আছেন পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নকভি।
নির্বাচন কমিশনার শাহ খাওয়ার নির্বাচনকে সামনে রেখে বোর্ড অব গভর্নরদের (বিওজি) একটি বিশেষ সভা ডেকেছেন। শনিবার লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে সভাটি অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী বিওজির সব সদস্যদের সভায় উপস্থিত থাকা বাধ্যতামূলক।
একটি সূত্রে জানা যায়, নির্বাচনের পর পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া নকভি পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে পারেন।