Logo
Logo
×

খেলা

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কামিন্স

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ১০:৩৭ পিএম

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কামিন্স

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন প্যাট কামিন্স। প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। জিতলেন মর্যাদার স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি।

বৃহস্পতিবার বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। সেরার লড়াইয়ে কামিন্স হারিয়েছেন তার সতীর্থ ট্রাভিস হেড, ভারতের ব্যাটিং গ্রেট ভিরাট কোহলি ও স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে।

সেরা নারী ক্রিকেটারের পুরস্কার ‘র‍্যাচেল ফ্লিন্ট’ ট্রফি জিতেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ন্যাট সিভার-ব্রান্ট। লড়াইয়ে তিনি হারিয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার ও বেথ মুনিকে।

টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন ৩১ বছর বয়সী সিভার-ব্রান্ট।


প্যাট কামিন্স গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ২৪ ম্যাচে ৫৯ উইকেট নেন কামিন্স। যেখানে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ শিকার ধরেন ১১ ম্যাচে; ইনিংসে ৫ উইকেট তিনবার ও ম্যাচে ১০ উইকেট একবার।

ওয়ানডেতে ১৩ ম্যাচে নেন ১৭ উইকেট। ২০২৩ সালে কোনো টি-টোয়েন্টি তিনি খেলেননি। দুই সংস্করণ মিলিয়ে ব্যাট হাতে করেন ৪২২ রান।

কামিন্সের নেতৃত্বে গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারায় অস্ট্রেলিয়া। 

অধিনায়ক কামিন্সের সবচেয়ে বড় সাফল্য ভারতকে তাদের ঘরের মাঠে হারিয়ে রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া। শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল কামিন্সের। 

কামিন্স বছর শেষ করেন পাকিস্তানের বিপক্ষে মেলবোর্ন টেস্টে ১০ উইকেট নিয়ে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সুদীর্ঘ ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে এক টেস্টে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম