পিসিবির নেতৃত্বের রদবদল, যা বললেন সাবেক অধিনায়ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ০২:১৫ পিএম
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ব্যবস্থাপনায় ক্রমাগত রদবদলের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন দেশটির জাতীয় দলের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ।
শুক্রবার পিসিবির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন জাকা আশরাফ। ওই দিন লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে কমিটির চতুর্থ বৈঠকের পর তিনি পদত্যাগের ঘোষণা দেন।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মিয়াঁদাদ পিসিবির মধ্যে ঘন ঘন নিয়োগ ও পরিবর্তনের জন্য হতাশা প্রকাশ করেছেন এবং দেশের ক্রিকেট কাঠামোর ধারাবাহিকতার ওপর ক্ষতিকর প্রভাব তুলে ধরেছেন।
আরও পড়ুন: পাকিস্তানের ক্রিকেটে অশান্তি, আশরাফকে দায়ী করলেন ইনজামাম
মিয়াঁদাদ বলেন, আমি পাকিস্তানের মতো ক্রিকেট শাসন বিশ্বের আর কোথাও দেখিনি। এ পরিস্থিতি সত্যিই দুঃখজনক।
ক্রিকেট কিংবদন্তি জোর দিয়ে বলেছেন, নেতৃত্বে নিয়মিত পরিবর্তনের চলমান প্রবণতা কেবল ক্রিকেট কাঠামোর স্থিতিশীলতাকেই বাধা দেয় না; বরং খেলোয়াড়দের আত্মবিশ্বাসকেও চরম বাধা দেয়।
তিনি বলেন, আমি মনে করি না যে কোথাও ক্রিকেটে এ ধরনের ঘন ঘন নিয়োগ ও পরিবর্তন করা হয়েছে। এর অর্থ হলো— আমাদের ক্রিকেট কাঠামোতে ধারাবাহিকতা নেই এবং এর ফলে ক্রিকেটাররা তাদের আস্থা হারিয়ে ফেলছে।
আরও পড়ুন: জীবনের ম্যাচে হেরে গেলেন ‘টেনিস সুন্দরী’!
পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ব্যবস্থাপনা বারবার পরিবর্তনের ফলে গত এক বছরে দলের ভেতরে ভরাডুবি দেখা যাচ্ছে। গত বছর আমাদের দলের পারফরম্যান্স দেখে মনে হয় আমরা সত্যিই খারাপ সময় পার করেছি এবং যারা ক্রিকেট সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, তারা বসে সিদ্ধান্ত নেয় যা দেশের পুরো কাঠামোকে প্রভাবিত করে।
উল্লেখ্য, বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচন কমিশনার শাহ খাওয়ারকে অন্তর্বর্তীকালীন পিসিবিপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।