গেল বছর ফর্মের তুঙ্গে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো ফিফা বর্ষসেরার লড়াইয়ে শীর্ষ তিনেও ছিলেন না। এবার এশিয়ার সেরা ফুটবলারও হলেন না পর্তুগিজ তারকা।
রোনাল্ডোকে পেছনে ফেলে এশিয়া সেরার পুরস্কার জিতেছেন সন হিউং মিন। এ নিয়ে টানা সপ্তম এবং সব মিলিয়ে নবমবার এশিয়ার সেরা নির্বাচিত হলেন টটেনহামের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড। তালিকায় সেরা দুইয়েও জায়গা হয়নি রোনালদো।
৩১ বছর বয়সি সন ২২.৯ শতাংশ ভোট পেয়েছেন। তার স্বদেশি বায়ার্ন মিউনিখ তারকা কিম মিন-জায়ে পেয়েছেন ১৯.৫৪ শতাংশ ভোট। ১৭.০৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন রোনালদো।
২০২৩ সালে শীর্ষ পর্যায়ের ফুটবলে সবার চেয়ে বেশি গোল করেছেন রোনালদো। ৩৮ বছর বয়সি এই উইঙ্গার গত বছর ক্লাব ও জাতীয় দলের জার্সিতে মোট ৫৩টি গোল করেন। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী।