Logo
Logo
×

খেলা

এক আইফোনে দুই বছর খেলার বাইরে নাসির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ০৬:৪৯ পিএম

এক আইফোনে দুই বছর খেলার বাইরে নাসির

একটি আইফোন উপহার হিসেবে গ্রহণ করে নাসির হোসেন তিনটি নিয়ম ভঙ্গ করেছেন বলে জানিয়েছে আইসিসি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতিবিরোধী তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছে বাংলাদেশ দলে সাবেক হয়ে যাওয়া তারকার বিরুদ্ধে। 

এসব অভিযোগের কারণে গতকাল মঙ্গলবার সব ধরনের ক্রিকেট থেকে নাসির হোসেনকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। 

আইসিসিরি দুর্নীতি দমন ইউনিট জানিয়েছে, নাসির হোসেন ২০২১ সালে আরব আমিরাতে টি-টেন ক্রিকেট খেলতে গিয়ে ৭৫০ ইউএস ডলার মূল্যের আইফোন-১২ উপহার হিসেবে গ্রহণ করেন। যার রশিদ দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে দেখাতে ব্যর্থ হন। 

শাস্তির শর্ত পুরোপুরিভাবে মেনে চলতে পারলে ২০২৫ সালের ৭ এপ্রিল আবারো ক্রিকেটে ফিরতে পারবেন নাসির। 
নাসির হোসেন ২০১১ সালের ১৪ আগস্ট থেকে ২৫ জানুয়ারি ২০১৮ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ৬৫টি ওয়ানডে, ৩১টি টি-টোয়েন্টি আর ১৯টি টেস্ট ম্যাচে অংশ নিয়েছেন। 

ব্যাট হাতে দুটি সেঞ্চুরি আর ১৪টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেন ২ হাজার ৬৯৫ রান। আর বল হাতে আন্তর্জাতিকে ১১৫ ম্যাচে অংশ নিয়ে শিকার করেন ৩৯ উইকেট।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম