কোটি কোটি টাকা খরচ করে ইউরোপীয় ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, সাদিও মানে ও করিম বেনজেমাদের নিয়ে আলাদাভাবে নজর কেড়েছে সৌদি প্রো লিগ।
এবার ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদালকে নিল সৌদি টেনিস ফেডারেশন। বিশ্বের তারকাদের নিয়ে খেলাধুলার জগতে রাজত্ব কায়েম করতে চায় সৌদি আরব।
গত ডিসেম্বরে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, আইপিএলের আদলে একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে সৌদি আরব।
সোমবার রাফায়েল নাদাল বলেছেন, ‘সৌদি আরবের যেখানেই তাকান, সমৃদ্ধি এবং উন্নতি দেখতে পাবেন। আমি এর অংশ হতে পেরে রোমাঞ্চিত। আমি টেনিস চালিয়ে যাব, কারণ খেলাটাকে ভালোবাসি; কিন্তু নিজের খেলার বাইরে আমি চাই এই খেলাটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক। সৌদি আরব এক্ষেত্রে সত্যিই সম্ভাবনাময় দেশ।’
নাদাল সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে ছোটদের একটি টেনিস প্রশিক্ষণ সেন্টার দেখতে গিয়েছিলেন।
সৌদি টেনিস ফেডারেশন জানিয়েছে, আমরা টেনিসে আন্তর্জাতিক ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ অংশ হতে চাই।