টানা দ্বিতীয়বার ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। অল্প ব্যবধানে মেসি পেছনে ফেলেছেন নরওয়ের তারকা আর্লিং হালান্ডকে।
মেসি ও হালান্ড ৪৮ পয়েন্ট করে নিয়ে টাই অবস্থানে ছিলেন। আর্জেন্টাইন অধিনায়ক বিজয়ী হয়েছেন জাতীয় দলের অধিনায়কদের ভোটে পাঁচ পয়েন্টে এগিয়ে থাকায়।
বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং কোচ হাভিয়ের কাবরেরাও ফিফার এ প্রক্রিয়ায় অংশ নেন।
ফিফার ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, বাংলাদেশ দলের কোচ কাবরেরা তার পছন্দের তালিকায় তিন নম্বরে রাখেন মেসিকে। আরলিং হালান্ডকে এক নম্বরে রাখেন।
তবে অধিনায়ক জামাল ভূঁইয়ার পছন্দের শীর্ষে ছিলেন বর্ষসেরার পুরস্কার পাওয়া মেসি। দুইয়ে হালান্ডকে রেখেছিলেন। আর তিনে সিটির প্লেমেকার কেভিন দে ব্রুইনাকে রাখেন।
কোচ হিসেবে বাংলাদেশ দলের অধিনায়ক ও কোচ দুজনেই গার্দিওলাকে ভোট দেন।