Logo
Logo
×

খেলা

কোহলি ‘সে আবার কে’ বলছেন রোনালদো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ০৬:৫০ পিএম

কোহলি ‘সে আবার কে’ বলছেন রোনালদো

উপমহাদেশের ক্রিকেটের বর্তমান সময়ের সেরা আইকন হলেন বিরাট কোহলি। ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরেই তার অবস্থান।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন কোহলি। ইতোমধ্যে ৭২টি সেঞ্চুরি করে শচীনের শততম সেঞ্চুরি ছোঁয়ার পথে আছেন বিরাট।

কোহলি একাধিকবার সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর ফলোয়ার। রোনালদোর আগ্রাসন কোহলিকে উদ্বুদ্ধ করে। রোনালদোকে নিজের আইডল হিসেবে মানেন তিনি। 

ভারতীয় ক্রিকেট দলের সমর্থক ড্যারেন জ্যাসন ওয়াটকিন্সের সঙ্গে সম্প্রতি আলোচনা চলছিল ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর। তাকে কোহলির নাম জিজ্ঞাসা করতেই বলেন ‘সে আবার কে?’

যুক্তরাষ্ট্রের ইউটিউবার ড্যারেন জ্যাসন ওয়াটকিন্স নিজেও অবাক হয়ে যান রোনালদোর এমন প্রতিক্রিয়ায়। 

তার কারণ, বিশ্ব ক্রীড়াঙ্গানে কোহলিকে চেনেন না এমন কাউকে পাওয়া দুষ্কর। তবে দ্রুতই ভুল ভাঙে রোনালদোর। কোহলির ছবি দেখানোর পরেই প্রবাদপ্রতিম ফুটবলার বলেন- অবশ্যই কোহলিকে চিনি। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম