ক্রিকেট খেলে ‘কোটিপতি হতে চাইলে বুদ্ধি খরচ করতে হবে’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ০৭:৩২ পিএম
অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটিতে হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান। পার্থ এবং মেলবোর্ন টেস্টে ৩৬০ ও ৭৯ রানে হারে বাবর আজমরা।
চলমান সিডনি টেস্টে হারলেই তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হবে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর কঠিন চ্যালেঞ্জের মুখে পাকিস্তান। অথচ দলটির সহ-অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি সিডনি টেস্টে বিশ্রাম নিয়েছেন।
সিরিজের শেষ টেস্টে শাহিন শাহ আফ্রিদি বিশ্রাম নেওয়ায় ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক দুই কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস।
ফক্স ক্রিকেটকে ওয়াসিম আকরাম বলেন, ‘সিডনি টেস্টের পরপরই নিউজিল্যান্ডে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ আছে। সেখানে শাহিন শাহ অধিনায়ক। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটকে কে পাত্তা দেয়? আমি বুঝি, এটা বিনোদনের জন্য এবং এটা ক্রিকেট বোর্ডের আর্থিক লাভের জন্য, খেলোয়াড়দের জন্য, কিন্তু ক্রিকেটারদের জানা উচিত যে টেস্ট ক্রিকেটই আসল।
পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ২০ বছর আগে সিডনি টেস্টের ব্যাপারে আমরা কথা বলি। কিন্তু টি-টোয়েন্টিতে গতরাতে কী হয়েছিল, কেউ মনেই রাখে না। এটাই পার্থক্য। এটা ছেলেদের বুঝতে এবং শিখতে হবে। আপনি যদি খেলায় দুর্দান্ত হতে চান বা কোটিপতি হতে চান, আপনি দুটোই পারবেন। তবে এজন্য আপনাকে একটু বেশি বুদ্ধি খরচ করতে হবে।
ওয়াকার ইউনুস বলেন, আমরা টেস্ট ম্যাচ ক্রিকেটের জন্য খেলি। আমরা টি-টোয়েন্টি বা ওয়ানডে ম্যাচ ক্রিকেটর জন্য খেলি না। সেই অবস্থায় আপনি যদি টেস্ট ম্যাচে বিশ্রাম নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেন, তার কারণটা আমার বোধগম্য হচ্ছে না। এটা আমার কাছে সত্যিকারের একটা বিরাট ধাক্কা। কারণ আমি আশা করেছিলাম শাহিন শাহ আফ্রিদি সিডনি টেস্টে খেলবেন; কারণ আগের ম্যাচে তিনি ভালো বোলিং করেছেন।
ওয়াকার ইউনুস আরও বলেন, শাহিন আফ্রিদি ভালোগতিতে বল করছেন। বল সুইংও করিয়েছেন। আমি দুটি ম্যাচ খেলেছি এবং সত্যি বলতে অনেক ওভার। ওরা শুধু আমার ওপর চাপ কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে। মেডিকেল টিম এবং টিম ম্যানেজমেন্ট আমাকে এই টেস্ট ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।