যে কারণে এক গায়ককে ৯০ লাখ টাকার ঘড়ি উপহার দিলেন রোনাল্ডো
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ০২:৫৯ পিএম
![যে কারণে এক গায়ককে ৯০ লাখ টাকার ঘড়ি উপহার দিলেন রোনাল্ডো](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/01/03/image-758753-1704272356.jpg)
গায়ককে ৯০ লাখ টাকার ঘড়ি উপহার দিলেন রোনাল্ডো
নতুন বছরকে (২০২৪) বরণ করে নিতে থার্টিফার্স্ট নাইট উদযাপন করেছে বিশ্ববাসী। তবে অন্য কারণে ২০২৩ সালের শেষ দিনটি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্য ছিল বিশেষ। ৩১ ডিসেম্বর পর্তুগিজ সুপারস্টারের মা মারিয়া দোলোরেস এভেইরোর জন্মদিন। যে কারণে সৌদি আরব থেকে পর্তুগালের মাদেইরা শহরে ছুটে যান সিআরসেভেন। উৎসবমুখর পরিবেশে উদযাপন করেন মায়ের জন্মদিন। ব্যবস্থা ছিল সংগীতানুষ্ঠানেরও। বার্থডে পার্টিতে যে শিল্পী গান করেছেন, তাকে ৯০ লাখ টাকা দামের একটি ঘড়ি উপহার দিয়েছেন রোনাল্ডো।
১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন দোলোরেস এভেইরো। গত রোববার ৬৯ বছর বয়সে পদার্পণ করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মা। পর্তুগিজ সুপারস্টারের মায়ের জন্মদিনের অনুষ্ঠানে গান করেন ব্রাজিলিয়ান সংগীত শিল্পী লুয়ান সান্তানা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পার্টি শেষে একান্তে গায়ক সান্তানাকে একটি ঘড়ির বক্স উপহার দেন বিশ্ব তারকা ফুটবলার।
দামি রোলেক্স ঘড়ি দেখে চমকে যান সিঙ্গার সান্তানা, ধন্যবাদ জানান পর্তুগাল অধিনায়ককে। রোমাঞ্চিত সান্তানা তখন বলছিলেন, আপনি জানেন কি এটা আমার প্রথম রোলেক্স? সত্যিই এটা আমার প্রথম রোলেক্স ঘড়ি। কি দারুণ মুহূর্ত! এমন (কিংবদন্তি ফুটবলার) একজনের কাছ থেকে উপহার পাচ্ছি আমি!’
নিজের ইনস্টাগ্রামে সান্তানা লিখেছেন, রোনাল্ডোর পরিবারের সঙ্গে ২০২৪ সাল শুরু করাটা কত সম্মানের! আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ।’
গোলডটকম জানিয়েছে, রোনাল্ডোর দেওয়া রোলেক্স ঘড়িটির বাজারদর ৬৫ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় ৯০ লাখ ৩২ হাজার টাকারও বেশি।
জন্মদিনে মায়ের জন্যও উপহার নিয়ে যান ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বিশ্ববিখ্যাত জার্মান গাড়ি প্রস্তুতকারক কোম্পানি পোরশার কায়েন মডেলের একটি গাড়ি উপহার দেন আল নাসর তারকা। মেইল অনলাইন জানিয়েছে, বিলাসবহুল গাড়িটির বাজারমূল্য ১ লাখ ডলার বা ১ কোটি টাকারও বেশি।