খেলোয়াড় জালিয়াতির অভিযোগে বিকেএসপিকে বাফুফের ডিসিপ্লিনারি কমিটির দেওয়া শাস্তি প্রত্যাহার করে নিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিকেএসপির আপিলের পরিপ্রেক্ষিতে এক বছর নিষিদ্ধ ও এক লাখ টাকা জরিমানার শাস্তি প্রত্যাহার করে দেশের ফুটবলের সর্বোচ্চ এই প্রতিষ্ঠান।
আবদুল মুয়ীদ চৌধুরীর সভাপতিত্বে বাফুফের আপিল কমিটি বিকেএসপির নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানাও মওকুফ করেছে। বিকেএসপির দুই কোচকে ভিন্ন ভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল বাফুফে।
আপিল কমিটি শাস্তি পর্যালোচনা করে সিনিয়র শাহেনুরকে ক্ষমা করলেও রবিউল ইসলামের শাস্তি বহাল রেখেছে। বিকেএসপিও বাফুফের আপিল কমিটির সিদ্ধান্তের চিঠি পেয়েছে। তবে এক বছর নিষিদ্ধ ও এক লাখ টাকার শাস্তি প্রত্যাহার করলেও ডিসিপ্লিনারি কমিটি যে বিকেএসপির পয়েন্ট কেটেছে এবং আরও কয়েকটি বিষয়ে শাস্তি ছিল, সেসব বহাল রেখেছে আপিল কমিটি।
তৃতীয় বিভাগ ফুটবল লিগে বিকেএসপির ফুটবলাররা চকবাজার কিংসের হয়ে খেলেছিলেন। এ নিয়ে বিকেএসপির সঙ্গে চকবাজারের চুক্তি হয়। সেই চুক্তি করা ফুটবলার অন্য নামে দ্বিতীয় বিভাগ খেলতে গেলেই বিপত্তি ঘটে। যার ফলে বিকেএসপির উপর নেমে এসেছিল শাস্তি।