Logo
Logo
×

খেলা

নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয়ে সিরিজ সেরা হয়েও আক্ষেপ শরিফুলের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ১০:৫০ পিএম

নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয়ে সিরিজ সেরা হয়েও আক্ষেপ শরিফুলের

নিউজিল্যান্ডে মনে রাখার মতো সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সাদা বলের সিরিজ দিয়ে ২০২৩ সালটাকে বিদায় জানিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। সোমবার রাতে দেশে ফিরে পেসার শরীফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘বছরটা আমার খুবই ভালো কাটল। দল হিসাবে আমরা যদি আরেকটু ভালো খেলতে পারতাম, তাহলে আরও ভালো লাগত।’

বাঁ-হাতি পেসার শরীফুল তিন ম্যাচের ওয়ানডে ও টি ২০ সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হয়েছেন। টি ২০ সিরিজের সেরা খেলোয়াড় হওয়ার মুকুট উঠেছে তার মাথায়। আন্তর্জাতিক ক্রিকেটে এই স্বীকৃতি প্রথম পেলেন তিনি। বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে যায় ২-১ এ এবং টি ২০ সিরিজ ১-১ এ ড্র করে। সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

শরীফুল মনে করেন, ‘টি ২০ সিরিজ জিততে পারতাম আমরা। যদি বৃষ্টি বাধা হয়ে না দাঁড়াত। দ্বিতীয় টি ২০ জেতার উজ্জ্বল সম্ভাবনা ছিল আমাদের।’ বিদায়ি বছর বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল পেসার শরীফুল ৩২টি ওডিআই উইকেটসহ তিন সংস্করণ মিলিয়ে ৫২ উইকেট নিয়েছেন।

নিউজিল্যান্ডে প্রথম বাংলাদেশি পেসার হিসাবে সিরিজসেরা হওয়া শরীফুল ব্যক্তিগত সাফল্য প্রসঙ্গে বলেন, ‘এটা সবে শুরু। একজন মাত্র হয়েছে। ভবিষ্যতে আরও অনেকে হবে, ইনশাআল­াহ। এখান থেকেই আমরা ঘুরে দাঁড়াব। এখন থেকে যে কোনো কন্ডিশনে চেষ্টা করব যে যার সেরাটা দেওয়ার।’

নিউজিল্যান্ড সফরে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণ প্রশংসিত হয়েছে। এ প্রসঙ্গে শরীফুল বলেন, ‘শান্ত ভাই খুব সাপোর্ট দিয়েছেন আমাদের সবাইকে। একজন বন্ধুর মতো সহজ করে দিয়েছেন।’ 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম