Logo
Logo
×

খেলা

‘পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ওয়ার্নারের অর্জনের সেলিব্রেট করব’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ০৯:৩২ পিএম

‘পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ওয়ার্নারের অর্জনের সেলিব্রেট করব’

পাকিস্তানকে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেই ডেভিড ওয়ার্নারের অর্জন নিয়ে সেলিব্রেট করতে চান অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। 

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে পার্থ আর মেলবোর্ন টেস্টে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে স্বগতিক অস্ট্রেলিয়া। আগামীকাল থেকে সিডনিতে শুরু হতে যাওয়া টেস্ট জয়ের মধ্য দিয়ে পাকিস্তানকে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে চায় অস্ট্রেলিয়া। 

সিডনিতে খেলে ১১২ টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে ব্যাট করে টেস্টে ২৬টি সেঞ্চুরির সাহায্যে সর্বোচ্চ ৮৬৯৫ রান করেন ডেভিড ওয়ার্নার।  

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে সবাইকে অবসর নিতে হয়। ডেভিড ওয়ার্নারকেও নিতে হবে। তিন ফরম্যাট মিলিয়ে ওয়ার্নার আমাদের সেরা ক্রিকেটার। সে টেস্ট ফরম্যাট থেকে খুব তাড়াতাড়ি অবসর নিচ্ছে। ওয়ার্নার টেস্ট খেলা ছেড়ে দিলে দলের জন্য ক্ষতিই হবে।'

 অস্ট্রেলিয়ার কোচ আরও বলেন, ‘আমরা জানি ওয়ার্নার আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আর সেই কারণেই আমরা পরপর সিরিজে ওকে দলে রেখেছি। যার গড় ৪৫, স্ট্রাইক রেট ৭০- তাকে হারানোটা দলের পক্ষে যথেষ্ট ক্ষতি। অস্ট্রেলিয়ান ওপেনার হিসেবে  ওয়ার্নার সর্বাধিক রান সংগ্রহ করেছে।’

তিনি আরও বলেন, ‘শেষ ১২টা মাস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমাদের সব অ্যাচিভমেন্ট আমরা সেলিব্রেট করতে পারি। আমার পাকিস্তানের বিরুদ্ধে ৩-০ ফলে জিততে চাই। এরপরই আমরা ডেভিড ওয়ার্নারের অ্যাচিভমেন্টকে সেলিব্রেট করব।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম