Logo
Logo
×

খেলা

ম্যানসিটিতে ‘নতুন মেসি’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ১০:৫২ পিএম

ম্যানসিটিতে ‘নতুন মেসি’

আর্জেন্টিনাকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জেতাতে না পারলেও কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক করে ‘পরবর্তী মেসি’ তকমা পেয়ে যান ক্লদিও এচেভেরি।

রিভারপ্লেটের ১৭ বছর বয়সি এই অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে ভেড়াতে রীতিমতো যুদ্ধে নেমে পড়ে ইউরোপের বড় ক্লাবগুলো।  শুরুতে এচেভেরিকে পাওয়ার দৌড়ে এগিয়েছিল বার্সেলোনা।

এরপর রিয়াল মাদ্রিদ ও পিএসজি। কিন্তু শেষ পর্যন্ত পরবর্তী মেসিকে পাচ্ছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানসিটি। বিবিসি ও ডেইলি মেইল জানিয়েছে, ছয় বছরের চুক্তিতে এচেভেরিকে দলে নিতে রিভারপ্লেটের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ম্যানসিটি।

তবে এখনই ইংল্যান্ডে পাড়ি জমাচ্ছেন না এই আর্জেন্টাইন তরুণ। এক বছর রিভারপ্লেটে ধারে খেলে ২০২৫ সালের শুরুতে সিটিতে যোগ দেবেন এচেভেরি। ২০২২ সালে একইভাবে রিভারপ্লেট থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে টেনেছিল সিটি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম