Logo
Logo
×

খেলা

আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দলে সাকিবসহ আছেন যারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০৪:৫৬ পিএম

আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দলে সাকিবসহ আছেন যারা

শেষ হয়ে গেছে আরও একটি বছর, যাত্রা শুরু নতুন বছরের। গেল বছরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যারা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তাদের নিয়ে চলছে বিশ্লেষণ।

ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া ২০২৩ সালের ওয়ানডেতে যারা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তাদের নিয়ে বর্ষসেরা একাদশ সাজিয়েছেন। তার সেই বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

আকাশ চোপড়ার ওয়ানডে দলে আছেন ভারতীয় ৬ জন ক্রিকেটার। তারা হলেন-রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কূলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ। দক্ষিণ আফ্রিকার তিন তারকা- মার্কো জানসেন, এইডেন মার্করাম ও হেইনরিখ ক্লাসেন। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান আর বাংলাদেশের সাকিব আল হাসান।

তবে ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের বর্ষসেরা একাদশে আছেন ৭ জন ভারতীয়। তারা হলেন- রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিন্দ্র জাদেজা, শুভমান গিল, কূলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ও হেইনরিখ ক্লাসেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম