ডব্লিউডব্লিউই’র মঞ্চে ভারতের গ্রেট খালি বিরাট পরিচিত মুখ। ভারতের এই কুস্তিগির একাধিকবার ডব্লিউডব্লিউই’র মঞ্চে ঝড় তুলেছেন।
অবশ্য ভারতের একজন লেডি খালিও রয়েছেন। যিনি আবার সালোয়ার কামিজ দুপাট্টা পরেই কুস্তির রিং কাঁপান।
সালোয়ার-কামিজ পরে এই ভারতীয় মহিলা রেসলার প্রতিপক্ষকে অবলীলায় মাটিতে আছড়ে ফেলেন। তিনি হলেন হরিয়ানার মেয়ে কবিতা দেবী।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে ডব্লিউডব্লিউই’র মঞ্চে ঝড় তোলা কবিতা দেবীর সালোয়ার কামিজ পরা একাধিক ছবি ও ভিডিও।
সালোয়ার কামিজ পরে খুব স্বাভাবিকভাবেই ডব্লিউডব্লিউই’র মঞ্চে প্রতিপক্ষকে আচড়ে ফেলছেন কবিতা।
একাধিক মহিলা কুস্তিগির এই বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার চেষ্টা করেছেন। ভারতের প্রথম মহিলা কুস্তিগির যিনি ডব্লিউডব্লিউই এর দুনিয়ায় পা রেখে হার্ড কেডি হিসেবে পরিচিতি লাভ করেন। দ্য গ্রেট খালির কাছে তিনি প্রশিক্ষণও নিয়েছেন।
কবিতা দেবী প্রথমে ভারোত্তোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৬ সালে সাউথ এশিয়ান গেমসে তিনি ফ্রি স্টাইল ৭৫ কেজি বিভাগে স্বর্ণ জিতেছিলেন। এরপর কুস্তির প্রতি তার মনোযোগ দিয়ে খালির কাছে প্রশিক্ষণ নেন।
২০১৭ সালে কবিতা ভারতীয় কুস্তিগির হিসেব জনপ্রিয়তা অর্জন করেন। রিংয়ে তার পোশাক বরাবরই থাকত নজরকাড়া। সালোয়ার কামিজ এবং কোমরে শক্ত করে বাঁধা ওড়না। ৫ ফুট ৯ ইঞ্চির কবিতা ২০১৭-২০২১ সালে ডব্লিউডব্লিউই’র একজন সদস্য হিসেবে পারফর্ম করেন।