Logo
Logo
×

খেলা

সিরিজসেরার পুরস্কার উঠল শরিফুলের হাতে 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০১:৪১ পিএম

সিরিজসেরার পুরস্কার উঠল শরিফুলের হাতে 

নিউজিল্যান্ডের বিপক্ষে ১-১ সমতায় শেষ করেছে টি-টোয়েন্টি সিরিজ। ফলে জয় দিয়ে বছর শেষ করতে পারেনি বাংলাদেশ। তবে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ তুলে নিয়েছিল আরাধ্য জয়। কিউইদের বিপক্ষে তাদের মাঠে টি-টোয়েন্টিতে ক্রমাগত হারের বৃত্ত থেকে বের হতে পেরেছেন শান্ত-শরিফুলরা। 

বাংলাদেশের প্রাপ্তি আছে আরেক জায়গায়। সিরিজসেরা হয়েছেন শরিফুল ইসলাম। নিউজিল্যান্ডের পেস স্বর্গে এই পেসার নিজেকে পুরোপুরি মেলে ধরেছেন।

আরও পড়ুন: ম্যাচ হেরেও বোলারদের ভূয়সী প্রশংসা শান্তর মুখে

নেপিয়ারে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গত ২৭ ডিসেম্বর বাংলাদেশ পায় ৫ উইকেটের জয়। সেই ম্যাচে চার ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন শরিফুল। তার বোলিং সফরকারীদের সাহায্য করে প্রতিপক্ষকে অল্পতে আটকে রাখতে। বৃষ্টির কারণে মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়। ম্যাচ বাতিল হওয়ার আগে দুই ওভারে ১৬ রান দিয়ে ১ উইকেট তুলে নেন শরিফুল।

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে রোববার মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টি আইনে ১৭ রানে জয় পায় নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ১১০ রানে অলআউট হয় বাংলাদেশ। অল্প পুঁজি নিয়েও বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রাখেন বোলাররা। শরিফুল সেখানে বড় ভূমিকা রাখেন। ৩.৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে করেন ২ উইকেট শিকার।

সব মিলিয়ে পুরো সিরিজে তিন ম্যাচে ৬ উইকেট পান বাংলাদেশি এই পেসার। একটা সময় বাংলাদেশকে স্পিননির্ভর দল বলা হতো। স্পিনের বলয় থেকে বেরিয়ে পেসাররাও অবদান রাখছেন সামনে থেকে, শরিফুল যেন এমন বার্তাই দিলেন। প্রাপ্তি হিসেবে যোগ হলো বছরের শেষ সিরিজে বিদেশের মাটিতে সিরিজসেরা হওয়ার সম্মান।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম