টি-টোয়েন্টি বিশ্বকাপে যাদের নিয়ে বেশি চিন্তিত ভারত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৮ পিএম
আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের আসন্ন আসরকে সামনে রেখে ইতোমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে।
সাব্কে তারকা ক্রিকেটারদের অনেকেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্ট এবং ফাইনালিস্ট নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন।
সম্প্রতি ভারতের বিশ্বকাপজয়ী সাবেক দুই তারকা ক্রিকেটার যুবরাজ সিং ও গৌতম গম্ভীর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্ট এবং ফাইনালিস্ট সর্বোপরি কারা চ্যাম্পিয়ন হতে পারে ভবিষ্যদ্বাণী করেছেন।
ভারতীয় সাবেক এই দুই তারকা টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরে সেমিফাইনালের জন্য ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা- এই চার দল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন।
যুবরাজের চেয়ে একটু আগ বাড়িয়ে গৌতম গম্ভীর বলেছেন, ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় থেকে মাত্র এক পা দূরে।
তবে আসন্ন বিশ্বকাপে ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে পাকিস্তান। এমনটাই বলেছেন যুবরাজ সিং।
ভারতীয় সাবেক এই তারকা অলরাউন্ডার বলেছেন, আমি মনে করি পাকিস্তান ক্রিকেট দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জন্য একটা বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে।
যুবরাজের এমন আশঙ্কার পর গৌতম গম্ভীর পাকিস্তানের বাজে ফিল্ডিংয় নিয়ে কথা বলেন। গম্ভীর বলেন, সবশেষ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বাজে ফিল্ডিং আমাকে হতাশ করেছে।