টপঅর্ডার ধসে পড়ার পর অস্ট্রেলিয়াকে উদ্ধারে ত্রাতার ভূমিকা নিলেন ফর্মে থাকা মিচেল মার্শ ও স্টিভ স্মিথ। মার্শ খেললেন ৯৬ রানের দুরন্ত ইনিংস। স্মিথও স্পর্শ করেন ফিফটি।
দুজনের ১৫৩ রানের পার্টনারশিপে মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়র দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৬ উইকেটে ১৮৭ রান। লিড ২৪১ রানের।
বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলার শেষ ওভারে স্মিথ আউট হন ১৭৬ বলে ৫০ রান করে। অ্যালেক্স ক্যারি আজ চতুর্থ দিন শুরু করবেন ১৬ রান নিয়ে।
শাহিন আফ্রিদি ও মীর হামজা তিনটি করে উইকেট নেন। মাত্র ১৬ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে মার্শ ও স্মিথ উদ্ধার করেন স্বাগতিকদের।
এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩১৮ রানের জবাবে পাকিস্তান ২৬৪ রান করে। আব্দুল্লাহ শফিক (৬২) ও শান মাসুদের (৫৪) ফিফটি বাদে বলার মতো রান মোহাম্মদ রিজওয়ানের ৫১ বলে ৪২। ৩৩* রান আসে আমের জামালের ব্যাট থেকে। প্যাট কামিন্স (৫/৪৮) ও নাথান লায়ন (৪/৭৩) মিলে নয় উইকেট নেন।