বক্সিং ডে টেস্টে ভারতের চরম ব্যাটিং বিপর্যয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৪ রানেই প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় সফরকারী ভারত।
দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে অভিষেক হওয়া নান্দ্রে বার্গার ও কাগিসো রাবাদার গতির মুখে পড়ে ২৪ রানেই ৩ উইকেট হারায় ভারত। ৫ ও ১৭ রান করে সাজঘরে ফেরেন দুই ওপেনার রোহিত শর্মা ও জসবি জসওয়াল। ২ রানে ফেরেন তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা আরেক ওপেনার শুভমান গিল।
ব্যাটিং বিপর্যয়ে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। চতুর্থ উইকেটে স্রেয়াশ আইয়ারকে সঙ্গে নিয়ে ৯৫ বলে গড়েন ৬৮ রানের জুটি।
এরপর ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় ভারত। ৩ উইকেটে ৯২ রান করা ভারত এরপর মাত্র ৭২ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায়। ৩৮ ও ৩১ রান করে ফেরেন বিরাট কোহলি ও স্রেয়াশ আইয়ার।
দলের এমন ব্যাটিং বিপর্যয়ের দিনে লেজের ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করার চেষ্টা করছেন লোকেশ রাহুল। ষষ্ঠ উইকেটে শার্দুল ঠাকুরের সঙ্গে গড়েন ৬৮ বলে ৪৩ রানের জুটি। ৩৩ বলে ২৪ রান করে ফেরেন শার্দুল।
চা পান বিরতির আগে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছে ভারত। ৩৯ রানে ব্যাট করছেন উইকেটকিপার ব্যাটসম্যান লোকেশ রাহুল। তাকে সঙ্গ দিচ্ছেন পেসার জসপ্রিত বুমরাহ।