পাকিস্তান-অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্টে ঝড়ের আশঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৫:০৪ পিএম
অস্ট্রেলিয়া সফরে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সফরের শুরুতেই পার্থ টেস্টে হেরে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে যায় পাকিস্তান।
আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে বক্সিং ডে টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট মেলবোর্নে ঝড়ের আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে এমনটি বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মেলবোর্নের বর্তমান তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘাচ্ছন্ন। বজ্রপাতের সমূহসম্ভাবনা রয়েছে।
অস্ট্রেলিয়ার ফক্স ক্রিকেটের এক প্রতিবেদনে জানা গেছে, আগামীকাল টেস্টের প্রথম দিনেও বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তবে সারা দিনব্যাপী নাও থাকতে পারে। বক্সিং ডে টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বন্যা সতর্কতার কথাও বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে বুধবার সকালেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিকালের দিকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার কথা।