‘এভাবে বল করলে আফ্রিদি মিডিয়াম পেসার হয়ে যাবে’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৫০ পিএম
পাকিস্তানের এ সময়ের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে গতির ঝড় তোলা এই তারকা পেসার একের পর এক চোটাক্রান্ত হয়ে গতি হারিয়েছেন।
অস্ট্রেলিয়া সফরে থাকা পাকিস্তানি পেসারদের কম গতি দেখে অবাক হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস ও অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক মিচেল স্টার্ক।
পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির কম গতি নিয়ে ওয়াকার ইউনিস বলেন, আমি জানি না ওর (শাহীন) সমস্যাটা কোথায় হচ্ছে। ও যদি ফিট না থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে ম্যাচ না খেলে সেটা সমাধান করা উচিত। যেভাবে ও খেলে যাচ্ছে, সেভাবে চালিয়ে গেলে ও একসময় মিডিয়াম পেসার হয়ে যাবে।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস আরও বলেন, শাহিন শাহ আফ্রিদি ঘণ্টায় ১৪৫-১৫০ কিলোমিটার গতিতে বল করতে অভ্যস্ত। সে বলে সুইং করাতে পারে। এখন দেখছি কিছুটা সুইং করাচ্ছে, কিন্তু গতি কমে গেছে। যে কারণে সে উইকেটও পাচ্ছে না।