আর্জেন্টাইনের জোড়া গোলে ক্লাব বিশ্বকাপ ম্যানসিটির
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৬ পিএম
১২১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। তবে জিততে পারেনি শিরোপা।
৪-০ গোলের ব্যবধানে তাদের হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা। দলের জয়ে জোড়া গোল করেন আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ।
শুক্রবার রাত বাংলাদেশ সময় ১২টায় জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে মাঠে নামে ম্যানচেস্টার সিটি ও ফ্লুমিনেন্স। ১২১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠে রানার্সআপ হয়েছে ব্রাজিলের ক্লাবটি।
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও ব্রাজিলের ফ্লুমিনেন্স- দুই দলের সামনেই ছিল প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের হাতছানি। তবে কৌশলগত সেই লড়াইয়ে হেরে গেলেন ব্রাজিলের ফার্নান্দো দিনিজ, শেষ হাসি হাসলেন স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা।
এই জয়ের মধ্য দিয়ে চলতি বছরে পঞ্চম শিরোপা জিতল ম্যানসিটি। আর ইতিহাসের প্রথম কোচ হিসেবে তিনটি আলাদা দলকে ক্লাব বিশ্বকাপ জেতালেন গার্দিওলা।