Logo
Logo
×

খেলা

অবসরের ঘোষণা ডিন এলগারের

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৬ পিএম

অবসরের ঘোষণা ডিন এলগারের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার ডিন এলগার। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ক্যারিয়ারকে বিদায় বলবেন এই উদ্বোধনী ব্যাটার। শুক্রবার এক বিবৃতিতে অবসরের বিষয়টি এলগার নিজে নিশ্চিত করেছেন। 

ভারতের বিপক্ষে কেপটাউনে দ্বিতীয় টেস্টই হবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। অবসর নেওয়ার ঘোষণা দিয়ে এক বিবৃতিতে এলগার বলেছেন, ‘ক্রিকেট খেলা সব সময়ই আমার স্বপ্ন ছিল, দেশকে প্রতিনিধিত্ব করার চেয়ে বড় কিছু নেই। 

আন্তর্জাতিক অঙ্গনে আমি ১২ বছর ধরে সেটি করতে পারব কখনো ভাবিনি। দুর্দান্ত এক সফর ছিল, যার অংশ হতে পেরে আমি ভাগ্যবান।’ দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে ৮৪টি টেস্ট খেলেছেন এলগার। ৩৭.২৮ গড়ে ৫১৪৬ রান করেছেন। ১৩টি শতক ও ২৩টি হাফ সেঞ্চুরির মালিক তিনি। ক্যারিয়ার সর্বোচ্চ ১৯৯ রানের ইনিংসটি ছিল ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে। ২০২১ সালের মে থেকে ২০২৩ সালের জানুয়ারির মধ্যে দক্ষিণ আফ্রিকাকে ১৭টি ম্যাচে নেতৃত্ব দেন এলগার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম