Logo
Logo
×

খেলা

শাকিলের ঐতিহাসিক ইনিংসের পরও পাকিস্তানের বড় হার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:১৫ পিএম

শাকিলের ঐতিহাসিক ইনিংসের পরও পাকিস্তানের বড় হার

অস্ট্রেলিয়া সফরের শুরুতেই বড় ব্যবধানে হার পাকিস্তান ক্রিকেট দলের। পার্থ টেস্টে চতুর্থ ইনিংসে ৪৫০ রানের বিশাল টার্গেট তাড়ায় ৮৯ রানেই অলআউট হয়ে ৩৬০ রানের ব্যবধানে হারে পাকিস্তান। 

দলের পরাজয়ের ম্যাচে মাইলফলক ছুঁলেন পাকিস্তানের মিডলঅর্ডার ব্যাটসম্যান সৌদ শাকিল। তিনি প্রথম ইনিংসে করেন ৪৩ বলে ২৮ রান। দ্বিতীয় ইনিংসে ৫১ বলে করেন ২৪ রান। 

পরপর দুই ইনিংসে ২৮ ও ২৪ রানের ইনিংসে খেলার মধ্য দিয়ে একটি মাইলফলক স্পর্শ করেছেন সৌদ শাকিল। ২৮ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান টেস্টে টানা ১৫ ইনিংসে দুই অঙ্কের ফিগার রান করেছেন। 

এই তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা কলিন ম্যাকডোনাল্ডের। তিনি টেস্ট ক্যারিয়ারের প্রথম ১৬ ইনিংসে কমপক্ষে দুই অঙ্কের রান করেছেন। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম