Logo
Logo
×

খেলা

শ্রীলংকার ক্রিকেট পরামর্শক হলেন জয়সুরিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩০ পিএম

শ্রীলংকার ক্রিকেট পরামর্শক হলেন জয়সুরিয়া

জাতীয় দলের সাবেক অধিনায়ক সনাৎ জয়সুরিয়াকে ক্রিকেট পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। 

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জয়সুরিয়াকে এক বছরের জন্য নিয়োগ দেওয়ার বিষয়টি জানায়, লংকান ক্রিকেট বোর্ড। 

এসএলসি জানায়, জাতীয় কার্যক্রমগুলোতে সর্বোচ্চ পর্যায়ের পেশাদারিত্ব অর্জন করতে জয়াসুরিয়া দায়িত্ব পালন করবেন। খেলোয়াড় এবং কোচরা তার পর্যবেক্ষণে থাকবে। হাই পারফরম্যান্স সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট সব অনুশীলন ও কোচিংয়ের চাহিদা দেখভাল করবেন তিনি। পাশাপাশি জাতীয় দলের বিশেষ স্কিল প্রোগ্রামও দেখভাল করবেন। 

এর আগে ২০১৩-২০১৫ সাল পর্যন্ত এসএলসির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন জয়সুরিয়া। ২০১৬ সালে ফের একই পদে ফিরে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।   

শ্রীলংকার ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন জয়সুরিয়া। তিনি প্রায় ২২ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ১১০টি টেস্ট, ৪৪৫টি ওয়ানডে আর ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪২টি সেঞ্চুরির সাহায্যে ২১ হাজারের বেশি রান করেছেন। আর বল হাতে শিকার করেন ৪৪০ উইকেট।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম