গত মাসে ভারতে শেষ হয় ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপ চলাকালীন সময়ে বাংলাদেশ দলের তারকা স্পিনার নাসুম আহমেদকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ উঠে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে। অভিযোগ উঠে হাথুরুসিংহে নাকি নাসুমকে চড় মেরেছিলেন।
বিষয়টি নিয়ে বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়ন কমিটি তদন্ত করে। কমিটির প্রধান করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এনায়েত হোসেন সিরাজকে।
কমিটির বাকি দুই সদস্য হলেন- বিসিবি পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান। পদাধিকার বলে সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন তদন্ত কমিটির সমন্বয়ক। গত ১০ দিনে সংশ্লিষ্ট প্রায় সবার সাক্ষাৎকার নিয়েছে তদন্ত কমিটি।
সংবাদমাধ্যমকে এনায়েত হোসেন সিরাজ বলেন, ‘খুব সিরিয়াস কিছু না। বিশ্বকাপে খারাপ ফলের কারণ এবং মিডিয়ায় প্রচার পাওয়া এক-দুটা ইস্যু খতিয়ে দেখা হলো। আশা করি, দু-এক দিনের মধ্যে বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।’
তদন্ত কমিটির এক সদস্য বলেন, ‘এখনই বিষয়টি খোলাসা করতে পারছি না। তবে এটুকু বলতে পারি, আমরা অস্বাভাবিক কিছু পাইনি।’
এনায়েত হোসেন বলেন, ‘দলের সঙ্গে যারা ছিল, তারা যা দেখেছে এবং শুনেছে, সেগুলোই বলেছে। তাতে কোনো সমস্যা তো দেখি না।’