Logo
Logo
×

খেলা

আইপিএল তারকাকে ভারতের চেয়ে বেশি টাকা দিচ্ছে পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম

আইপিএল তারকাকে ভারতের চেয়ে বেশি টাকা দিচ্ছে পাকিস্তান

বিশ্বের কোটিপতি লিগ হিসেবে পরিচিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আর্থিক দিক থেকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) থেকে যোজন যোজন এগিয়ে আইপিএল।

পিএসএলের এক মৌসুমে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যা আয় করে, ভারত তার থেকে বেশি টাকা আয় করে আইপিএলের একটি ম্যাচের সম্প্রচার থেকে। 

কিন্তু গত বছর আইপিএলের শিরোপাজয়ী গুজরাটের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা আফগান তারকা নুর আহমেদকে নিলামে ৩০ লাখ টাকায় কেনে গুজরাট। এবারও তাকে ধরে রেখেছে গত আসরে প্রথমবার অংশ নিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হওয়া দলটি। 

নুর আহমেদকে পিএসএলের আসন্ন নবম আসরে সর্বোচ্চ প্ল্যাটিনাম ক্যাটাগরিতে ৮৭ লাখ ২৫ হাজার টাকায় কিনেছে পেশোয়ার জালমি। তার মানে আইপিএলের থেকে পিএসএলে খেলে ৫৭ লাখ ২৫ হাজার টাকা বেশি পাবেন নুর।

আইপিএলের গত আসরে গুজরাটের হয়ে ১৩ ম্যাচে ১৬টি উইকেট শিকার করেছেন নুর  আহমেদ। তিনি আফগানিস্তানের হয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৭১ ম্যাচে ৭৪টি উইকেট শিকার করেন। 

প্রসঙ্গত, এবার আইপিএলের নিলাম হবে ১৯ ডিসেম্বর। দুবাইয়ে অনুষ্ঠিতব্য নিলামে ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম