কোনো ম্যাচ না খেলেই বছরে ১২ লাখ পাচ্ছেন মোসাদ্দেক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৬:০২ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৩ সালের টি-টোয়েন্টির সংস্করণের কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। বোর্ডের চুক্তিভুক্ত ক্রিকেটার থাকা সত্ত্বেও চলতি বছরে আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি এই অলরাউন্ডার।
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে টি-টোয়েন্টি সংস্করণের জন্য ‘সি’ গ্রেডের একজন ক্রিকেটারের বেতন সাধারণত মাসিক ১ লাখ টাকা। সে হিসেবে বছরে কোনো ম্যাচ না খেলেই বিসিবি থেকে ১২ লাখ পাচ্ছেন মোসাদ্দেক।
সারা বছরের জন্য সম্ভাব্য ২১-২২ জন ক্রিকেটার নিয়ে কেন্দ্রীয় চুক্তি করে থাকে বিসিবি। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের আগের বছরের পারফরম্যান্স বিবেচনায় আনা হয়।
বেশির ভাগ চুক্তিবদ্ধ খেলোয়াড়ই জাতীয় দলে নিয়মিত খেলে থাকেন। কখনো কখনো কিছু খেলোয়াড়ের সেভাবে সুযোগ আসে না। মোসাদ্দেকই হয়তো ব্যতিক্রম, যে সারা বছর খেলার সুযোগ পাননি।
আগামী জানুয়ারি মাসে ২০২৪ সালের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করতে পারে বিসিবি। নতুন কেন্দ্রীয় চুক্তিতে দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নাও থাকতে পারেন। এমন গুঞ্জনই রয়েছে দেশের ক্রিকেট পাড়ায়।